আমাদের সময় এঁর নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর দক্ষিণখানে চাঁদা না দেওয়ায় ৪০ ফুট রাস্তা কেটে দিয়েছে সন্ত্রাসীরা। আশকোনা এয়ারপোর্ট গ্রিনসিটি ‘হাসান হোসাইন মসজিদ’ সংলগ্ন ৬ কাঠা জমিতে মাটি দিয়ে ভরাটে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় চলাচলের রাস্তা কেটে দেয়াল তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী মো. নুরুল ইসলাম। এ ঘটনায় তিনি দক্ষিণখান থানায় দায়ের ১৯ এপ্রিল একটি মামলা দায়ের করেন। নুরুল ইসলাম আমাদের সময়কে বলেন, গত ১৮ এপ্রিল সকালে তার বন্ধু আবু কাওসার ভূঁইয়া ও তার নিজের ৬ কাঠার প্লটে মাটি ভরাট করছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসী ও ভূমিদস্যুরা মাটি ভরাটে বাধা দেয়। সন্ত্রাসী মাহমুদুল হাসান সুজন, মাসুদ ওরফে নরসিংদী মাসুদ, মুকুল, রাজু ও তাহেরসহ ৮/৯ জন অস্ত্রশস্ত্র নিয়ে মাটি ভরাটের কাজে নিয়োজিত লোকজনের ওপর হামলা করে। মাটি ভরাটের ট্রাকের চালক জাহাঙ্গীর আলমকে পিটিয়ে আহত করে।
তিনি আরও জানান, মাটি ভরাটের আগেই তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এরপর মারধরের পর সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়ে বলেন, ৫ লাখ টাকা চাঁদা না দিলে এক ছটাক মাটিও ভরাট করতে দেওয়া হবে না। পরের দিন সকালে গিয়ে দেখেন জনসাধারণের চলাচলের ৪০ ফিট রাস্তা সন্ত্রাসীরা কেটে দেয়াল তুলে দিয়েছে। এই রাস্তা দিয়েই জমিতে ভরাটের জন্য মাটির ট্রাক নিয়ে যাওয়া হয়েছিল। তারা জমিতে মাটি ভরাটের বাধা দিতে গিয়ে জনসাধারণের চলাচলের পথও বন্ধ করে দিয়েছে। তিনি অভিযোগ করেন, এ ঘটনায় মামলা দায়ের করা হলেও মূল আসামিদের গ্রেপ্তার করছে না পুলিশ। দক্ষিণখান থানার ওসি মুহম্মদ মামুনুর রহমান আমাদের সময়কে বলেন, ঘটনায় মামলা হয়েছে। এজাহারভুক্ত আসামি রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।