সমকাল প্রতিবেদকঃ রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় গতকাল অভিযান চালিয়ে রাজু নামে চাঁদাবাজি মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, রাজুর বিরুদ্ধে বাড়ি নির্মাণকাজে বাধা, পাঁচ লাখ টাকা চাঁদা দাবিসহ দু’জনকে আহত করার অভিযোগে দক্ষিণখান থানায় মামলা রয়েছে। নুরুল ইসলাম নামে এক ব্যক্তি বুধবার মামলাটি করেন। এতে রাজুসহ পাঁচজন এজাহারভুক্ত আসামি। অন্যরা হলো- সুজন, মাসুদ, মুকুল ও তাহের। ৮-৯ জন অজ্ঞাতপরিচয় আসামি রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার পরিদর্শক অপারেশন আফতাব শেখ বলেন, আশকোনায় এয়ারপোর্ট গ্রিন সিটি এলাকায় বাড়ি নির্মাণে ট্রাক দিয়ে মাটি ভরাটের কাজ করেন নুরুল ইসলাম। এ সময় রাজু, সুজন, মাসুদ, মুকুল, তাহেরসহ অজ্ঞাতপরিচয় ৮-৯ জন ওই কাজে বাধা দেয় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবিতে ট্রাকচালক জাহাঙ্গীর ও সহকারী রুবেলকে পিটিয়ে আহত করে।