probashir artonad mountain logo

প্রবাসীর আর্তনাদ

ভূমিদস্যুর কালো থাবায় যারা আমার মতই নিঃস্ব, আসুন আমরা এক হই

দক্ষিণখানে সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ এক পরিবার

নয়া দিগন্ত এর নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর দক্ষিণখানে সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ একটি পরিবার। সন্ত্রাসীরা ফ্ল্যাট, বাড়ি দখল ও বাড়ি নির্মাণে চাঁদাবাজি করে আসলেও স্থানীয় থানা পুলিশ অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এহছানুর রহমান সবুজ অভিযোগ করেন, তিনি দক্ষিণখান এলাকার আশকোনায় গত চার মাস ধরে একটি হোটেল পরিচালনা করে আসছেন। গত ১ ডিসেম্বর সকালে সোহেল রেজাসহ অজ্ঞাত চার-পাঁচজন সন্ত্রাসী তার ওই হোটেলের পরিচালক আওলাদকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দেয়। এ ছাড়া বাসার গুরত্বপূর্ণ জায়গায় স্থাপিত সিসি ক্যামেরাগুলো ভেঙে নষ্ট করে ফেলে। রাতে সোহেল রেজাকে এ । বিষয়ে জানাতে চাইলে তাকেও একইভাবে’ গালিগালাজ করে। বর্তমানে সোহেল বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপে চরয় নিরাপত্তাহীনতায় ভুগছেন এহছানের পরিবার। এ বিষয়ে থানায় অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন। তিমি ‘জানান, আশকোনা এলাকায় তিনি সপরিবারে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছেন। তার বাবা- মারা যাওয়ার আগে ভাইবোনের, সবার নামে সম্পত্তি আদালতের মাধ্যমে ভাগবাটোয়ারা করে যান। আদালতের সোলেনামায় উল্লেখ রয়েছে ওই জমি কারো কাছে বিক্রি করা যাবে না। কিন্তু স্থানীয় ভূমিদসা চাঁদাবাজ সোহেল রেজা ভুয়া কাগজপত্র তৈরি করে রাড়িটি বিক্রি করে দেয়। এ ছাড়া নিচে হোটেল জমজম দখলে নেয়ার চেষ্টা চালায়। গত ১ ডিসেম্বর ওই হোটেলে তার সহযোগীদের নিয়ে হামলা চালিয়ে তাদের বের করে দেয়। এ বিষয়ে দক্ষিণখান থানায় জিডি করেন তিনি। তিনি অভিযোগ করেন, শুধু তার পরিবারই নয় স্থানীয় অনেক পরিবার সোহেল বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে। এ অবস্থা থেকে রেহাই পেতে তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে

Share on:

Facebook
Twitter
LinkedIn