যান। আদালতের সোলেনামায় উল্লেখ রয়েছে ওই জমি কারো কাছে বিক্রি করা যাবে না। কিন্তু স্থানীয় ভূমিদস্যু চাঁদাবাজ রেজা বাহিনীর প্রধান সোহেল রেজা ভূয়া কাগজপত্র তৈরি করে বাড়িটি অন্যত্র বিক্রি করে দখলের পাঁয়তারা শুরু করেন। এ জন্য প্রথমে বাসার নিচতলায়। থাকা হোটেল জমজম দখলে নেয়ার চেষ্টা করেন তিনি। সবশেষ গত ১ ডিসেম্বর সকালে সোহেল রেজাসহ অজ্ঞাত ৪-৫ জন সন্ত্রাসী তার ওই হোটেলের পরিচালক আওলাদকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও ভয়ভীতি দেখিয়ে বের করে দেন। এছাড়া বাসার গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপিত, সিসি ক্যামেরাগুলো ভেঙে নষ্ট করে ফেলেন।। এহছানুর রহমান সবুজ অভিযোগ করেন, ওই বাহিনীর লোকজন প্রতিনিয়ত অনেক মানুষের ফ্ল্যাটবাড়ি দখল করে এলেও স্থানীয় থানা পুলিশ অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা নেয় না। এ অবস্থা থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেন সোহেল রেজা। তিনি বলেন, অভিযোগকারীর বোনের অংশটুকু তিনি কিনেছেন। স্থানীয় প্রশাসন বিষয়টি মীমাংসার চেষ্টা করছে
‘রেজা বাহিনী’ থেকে রেহাই চান হোটেল ব্যবসায়ী
- January 5, 2024
- সোর্সঃ ভোরের কাগজ ( ৯ জানুয়ারি ২০২৩)
Share on:
Facebook
Twitter
LinkedIn